কাপ্তাইয়ে জেএসসিতে পাসের হার ৮০.৯শতাংশ ও জেডিসিতে ৯৮ ভাগ

কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই উপজেলায় এবছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাশের হার ৮০ দশমিক ৯ ভাগ।। অন্যদিকে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাশের হার ৯৮ ভাগ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এবছর কাপ্তাই উপজেলায় জেএসসিতে সর্বমোট ১ হাজার ৪’শ ৫২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করে ১ হাজার ১’শ ৬৩জন পরীক্ষার্থী। এদের মধ্যে কাপ্তাইয়ের বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও সাক্রাছড়ি জুনিয়র উচ্চ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। অার জিপিএ (এ’ প্লাস) পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী। অন্যদিকে উপজেলার দু’টি কেন্দ্রের জেডিসি পরীক্ষায় ১’শ ৩৪ জন শিক্ষার্থী অংশ নিলে সেখানে পাশ করে ১’শ ৩২জন। তবে জেডিসিতে কেউ এ-প্লাস পায়নি। যার ফলে তাদের পাশের হার দাঁড়ায় ৯৮ ভাগ। কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহমেদ চৌধুরী জানান, কাপ্তাইয়ের নৌবাহিনী উচ্চ বিদ্যালয়ে ৩২ টি, পিডিবি উচ্চ বিদ্যালয়ে ৭টি, কেপিএম উচ্চ বিদ্যালয়ে ২টি ও চিৎমরম উচ্চ বিদ্যালয়ে ১টি সহ সর্বমোট এউপজেলায় ৪২ জন জিপিএ পেয়েছে। তিনি অারও জানান, এবছর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কাপ্তাইয়ের রাইখালী ইউপির রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জেএসসি পরিক্ষায় প্রচুর শিক্ষার্থী অংশগ্রহণ করলেও তাদের পাশের হার মাত্র ৪৫ ভাগ। অার তাদের ফলাফল খারাপ হওয়ায় মূলত কাপ্তাই উপজেলায় পাশের হার কমে গেছে। কাপ্তাই উপজেলায় এবছরের ফলাফলে অসন্তোষ প্রকাশ করে একর্মকর্তা অারও বলেন, গত কয়েক বছর যাবত পাহাড়িকা উচ্চ বিদ্যালয় ও নারানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভালো ফলাফল করতে পারেনি। কিন্তু চলতি বছর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের তদারকির কারণে তাদের ফলাফল সন্তোষজনক হয়েছে। এদু’টি বিদ্যালয়ের ন্যায় রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেও ভালো ফলাফল করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।