‘উখিয়া-টেকনাফের জনগণ শাহীন আক্তারকেই বিজয়ী করবে’

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফে নৌকার প্রার্থী শাহীন অাক্তারের সমর্থনে অায়োজিত টেকনাফের শাহপরীরদ্বীপে বিশাল পথসভায় বক্তারা বলেছেন, উন্নয়নের সুফল পেতে উখিয়া-টেকনাফের শান্তিপ্রিয় জনগন আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে শাহীন আক্তারকে বিজয়ী করবে। কারন নৌকা উন্নয়নের মার্কা, নৌকা স্বাধীনতার মার্কা। যারা উন্নয়ন করেনি নিজেদের পকেট ভারী করেছে সেই সন্ত্রাসের দল বিএনপি-জামায়াত অাবারো অতিথি পাখির মত উখিয়া-টেকনাফে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। এসব মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে ধোকা দেয়া যাবে না। কারন জনগণ এখন সচেতন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিনত করেছেন। ডিজিটাল বাংলাদেশে সবাই এখন তথ্য প্রযুক্তিতে এগিয়ে। তাই তরুন ও নারী সমাজ সহ সবাই নৌকা প্রতীকে ভোট দিবে।

শাহপরীরদ্বীপ ইউনিয়ন অা’লীগের সভাপতি সোনা অালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উখিয়া-টেকনাফের সংসদ সদস্য অালহাজ্ব অাবদুর রহমান বদি বলেন, বিএনপি প্রার্থী নাকি বলেছেন উখিয়া-টেকনাফে কোন উন্নয়ন হয়নি। শাহাজাহান চৌধুরী প্রবীন রাজনীতিবিদ। তাই হয়তো ওনি দেখেও না দেখার ভান করছেন। এই বয়সে এসে তিনি নতুন করে মিথ্যাচারের রাজনীতি শুর করেছেন। ওনার নিজের ইউনিয়ন রাজাপালং এ যে উন্নয়ন হয়েছে সে উন্নয়ন বিএনপি আমলে হয়নি। অথচ তিনি মিথ্যার রাজনীতি শুরু করেছেন। তিনি শাহাজাহান চৌধুরীকে বিনয়ের সাথে অনুরোধ করেন আপনি সরাসরি এক মঞ্চে এসে বক্তব্য দেন। আপনি কি করেছেন এমপি বদি কি করেছে। তাহলেই উন্নয়নের চিত্র ফুটে উঠবে। অযথা মাঠ গরম করার বক্তব্য না দিয়ে জনগনের দ্বারে গিয়ে ভোট ভিক্ষা করেন। তিনি অারো বলেন, শাহজাহান চৌধুরী দরখাস্ত দিয়ে উখিয়া-টেকনাফের গরীব মানুষের জন্য বরাদ্দকৃত চাল দেয়া বন্ধ করেছেন। তিনি প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে গরীব মানুষকে অধিকার থেকে বঞ্চিত করছেন।

কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী বলেন, সন্ত্রাস ও দুর্নীতির মার্কা ধানের শীষের কেউ ভোট দিবে না। কারন বিএনপি নেত্রী এতিমের টাকা মেরে জেলে গেছে। আর দুর্নীতির নেত্রীর মার্কায় ভোট না দিয়ে উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিতে হবে।

সাবেক মহিলা সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন বলেন, নৌকায় ভোট দিলে উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। তাই উখিয়া-টেকনাফবাসী নৌকায় ভোট দিবে।
পথসভায় অারো বক্তব্য রাখেন, উখিয়া-টেকনাফে নৌকার প্রার্থী শাহীন অাক্তার, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর অাহমদ, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, জেলা যুবলীগ নেতা অাবুল কালাম, উপজেলা অাওয়ামীলীগ নেতা রশিদ অাহমদ, যুবলীগ নেতা অাবদুল্লাহ, ছাত্রলীগ নেতা অাবদুল বাসেদ, যুব নেতা মোহাম্মদ আলমগীর প্রমূখ।

এদিকে উখিয়ার রাজাপালং, হলদিয়াপালং, জালিয়াপালং সহ বিভিন্ন স্থানে নৌকার সমর্থনে গনসংযোগ, উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।