চকরিয়ায় নিখোঁজের ৪দিন পার হলেও সন্ধান মিলেনি যুবকের!

পেকুয়া প্রতিনিধি:
গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় চকরিয়া উপজেলার উত্তর হারবাং গাইনাকাটা এলাকার রমজান আলীর পুত্র হাবিবুর রহমান তার নিজস্ব গাড়ি পিক-কাপ ড্রাইভ করে ফার্নিসার নিয়ে যাচ্ছিলেন টেকনাফে। সেই যে বের হলেন আর ফিরে আসেনি। নিখোঁজের ৪দিন পার হতে চললেও পরিবারের সদস্য বাড়িতে ফিরে না আসায় চরম উৎকন্ঠা আর আতংকে দিনপাত করছে পরিবার। চকরিয়া-পেকুয়া-কক্সবাজার-টেকনাফসহ আশেপাশের এলাকায় পরিবার থেকে অনেক খোঁজাখোঁজির পরও না পাওয়ায় উৎকন্ঠা আরো বেড়ে গেছে।

এবিষয়ে নিখোঁজ হাবিবুর রহমানের ভাই আবদু রহমান বলেন, আমার ভাই হাবিবুর রহমান গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় তার নিজস্ব পরিবহন নিয়ে ভাড়ায় টেকনাফের উদ্দেশ্যে রাওনা হয়। রাতে মোবাইল বন্ধ পাওয়ায় মনে করছিলাম মোবাইলে সার্জ নাই হয়তোবা। ২২ ডিসেম্বর বাড়িতে না ফেরায় আমরা পরিবার থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করি। কিন্তু গাড়িসহ তাকে কোথায় পাচ্ছিনা। আজ (২৪ ডিসেম্বর) ৪দিন পার হতে চললেও তার খোঁজ না পাওয়ায় তার পরিবারসহ আমরা খুবই উৎকন্ঠায় দিন কাটাচ্ছি। আমার ভাইকে কেউ দেখে থাকলে অথবা সন্ধান ফেলে ০১৭৪০৭১৩৩২১ নাম্বারে যোগাযোগের আবেদন জানাচ্ছি।

আবদু রহমান আরো বলেন, গত ২১ ডিসেম্বর একই এলাকার ওবাইদুল হোছনের পুত্র মো: আবুল বশর বাদি হয়ে আমার ভাইকে ১নং বিবাদী করে একটি মামলা দায়ের করেন। মামলার পর আবুল বশর প্রকাশ্যে হুমকি দেন গাড়িসহ তাকে গুম করে ফেলবে। আমরা সন্দেহ করছি তারাই আমার ভাইকে গাড়িসহ গুম করে ফেলেছে।

পিতা রমজান আলী বলেন, মনে করছিলাম ছেলে এমনিতেই কোথায় গেছে। কিন্তু আমার পুত্র নিখোঁজ হয়েছে আজ ৪দিন হতে যাচ্ছে। পূর্ব শূত্রুতার জের ধরে আবুল বশর গং আমার পুত্রকে গাড়িসহ অপহরণ করেছে বলে আমি সন্দেহ করছি। তারা মামলা করার পরপর আমার ছেলে নিখোঁজ হওয়ায় এ সন্দেহ আরো বেড়ে গেছে। আমি ছেলেকে ফিরে পাওয়ার জন্য প্রশাসন ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।