একজন সৎ মানুষের জন্য জনতার কান্না

একজন অতি সাধারণ মানুষ, সবার সাথে মন খুলে কথা বলেন, সবাইকে আপন করে নেন। তার ব্যবহারে ভোটার তথা সাধারণ মানুষ তার উপর দারুণভাবে মুগ্ধ। তিনি মানুষের মন জয় করে ভোটে জিতে হয়েছিলেন জনপ্রতিনিধি। পেছন ফিরে তাকালে দেখা যায়, চট্টগ্রাম কলেজে ছাত্র থাকাবস্থায় ১৯৬৯ সালে উত্তাল গণআন্দোলন তাকে রাজনীতির প্রতি উদ্ভুদ্ব করে। ছাত্রলীগের হাত ধরে সে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। এরপর ১৯৭০ সালের নির্বাচনে কাজ করে নির্বাচনের নেশা তাকে পেযে বসে। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের প্রারম্ভে অস্ত্র সংগ্রহ করে প্রশিক্ষণ ও অন্যান্যদের বিনিনিহারা প্রাইমারী স্কুল মাঠে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালযে এপ্লাইড কেমিস্তিট্র বিষয়ে এমএসসিতে তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন। কিন্তু মানুষের সেবার করার মানসে জড়িয়ে পড়েন রাজনীতিতে। তাঁর ব্যবসায় অর্জিত ও পৈত্রিক সম্পদের পুরোটুকু বিলিযে দিয়ে তিনি জকল্যৗাণে নিজেকে নিবেদিত করেন। এবং একাধিকবার তিনি ক্ষমতার কাছে থেকেও সৎভাবে জীবনযাপন করেন। হয়ে উঠেন সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমনি একজন মানুষ নুরুল আমিন এমএসসি আটক হলে নিজেদের অশ্রুকে ধরে রাখতে পারেনি তাঁর এলাকার নারী-পুরুষ নির্বিশেষে অসংখ্য মানুষ। কারাগারে নেয়ার সময় উপস্থিত সকলে অশ্রুসিক্ত নয়নে তাঁর প্রতি হাত নেড়ে অভিবাদন জানান।

চট্টগ্রাম-১২ আসনে (পটিয়া) বিএনপি প্রার্থীর নির্বাচন মনিটরিং সেলের প্রধান ও সাবেক চেয়ারম্যান মো. নুরুল আমিনকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলে পটিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতার মো. নুরুল আমিন পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি পটিয়া উপজেলা বিএনপির কমিটিতে তিনবার সভাপতির দায়িত্ব পান। পরে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

নুরুল আমিনের আইনজীবী শাহাদাত হোসেন বলেন, রোববার দুপুরে পটিয়া আসনের বিএনপি প্রার্থী এনামুল হক এনামের সংবাদ সম্মেলন শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে বের হওয়ার পর তাঁকে (নুরুল আমিন) সাদা পোশাকের লোকজন ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। সোমবার দুপুরে আমরা খবর পাই, তিনি পটিয়া থানায় আছেন।

তিনি বলেন, আগে থেকে তাঁর বিরুদ্ধে কোন মামলা ছিল না। শুধুমাত্র পটিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচন মনিটরিং সেলের প্রধান হওয়ার অপরাধে পুলিশ তাঁকে আটক করে ‘গায়েবী মামলায়’ গ্রেফতার দেখিয়েছে।

পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, গত ৩১ অক্টোবর কুসুমপুরা ইউনিয়নের মনসা বাদামতল এলাকায় বিএনপি নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে নাশকতা ও পুলিশের উপর হামলা চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুল আমিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।