চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থায় নৈরাজ্য বন্ধ করে অবিলম্বে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে জনস্বাস্থ্য রক্ষায় নাগরিক আন্দোলন, চট্টগ্রাম আয়োজিত প্রতিবাদী দূরবন্ধন কর্মসূচি থেকে।
রোববার (৭ জুন) নগরের চেরাগী মোড়ে আয়োজিত এই কর্মসূচি থেকে অবিলম্বে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত না হলে কঠোর আন্দোলন এবং জনসাধারণকে সঙ্গে নিয়ে হাসপাতালগুলো মনিটর করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।
জনস্বাস্থ্য রক্ষায় নাগরিক আন্দোলন চট্টগ্রামের সংগঠক শরীফ চৌহানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা, শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, জ্যেষ্ঠ সাংবাদিক হাসান ফেরদৌস, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান।
সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আইনজীবী জহির উদ্দিন, বাসদ’র সমন্বয়ক মহিম উদ্দিন, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত, শিল্পী আলোকময় তলাপাত্র, প্রকাশক নুরুল আবছার, সাংস্কৃতিক সংগঠক সুনীল ধর, বেসরকারি আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা সাজ্জাদ হোসেন, খেলাঘর সংগঠক বন বিহারী চক্রবর্তী, ছাত্রনেতা সাইফুদ্দিন সুজন।
সমাবেশে সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন, এই রাষ্ট্র সবার। স্বাস্থ্য সেবা পাওয়া সব শ্রেণির মানুষের অধিকার। কিন্তু আজ আমরা দেখছি সাধারণ মানুষ সেবা পাচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলো তাদের দরজা বন্ধ করে রেখেছে।
‘এই নৈরাজ্য চলতে পারে না। জীবন না বাঁচলে জীবিকাও বাঁচবে না। অবিলম্বে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
সমাবেশে আরও সংহতি জানান সাংস্কৃতিক সংগঠক রুবেল দাশ প্রিন্স, শৈবাল পারিয়াল, সুভাষ ঘোষ ও তপন দে।