শোভনদণ্ডী-ছনহরায় এম এ মতিনের ব্যাপক গণসংযোগ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব ও চট্টগ্রাম-১২ পটিয়া আসনে মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মাওলানা এম এ মতিন বলেছেন, ভোট আপনার উপর পবিত্র আমানত। ভোট দেওয়ার অপর নাম রায় দেওয়া। অর্থাৎ আপনি একজন বিচারক। আপনি সুবিচার করবেন, নাকি অবিচার করবেন তা আপনার বিবেকের উপর নির্ভর করছে। এজন্য ইহ ও পরকালে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনার রায়ে নির্বাচিত ব্যক্তি যদি এলাকাবাসীর আমানতের খেয়ানতকারী হয়, জালিম হয়, অযোগ্য হয়, দুর্নীতিবাজ হয় তবে তাকে নির্বাচিত করার জন্য আপনিও দায়ী হবেন। সুতরাং তিনি যেমন প্রত্যক্ষ অপরাধী হবেন, ঠিক তেমনি তাকে নির্বাচিত করার কারণে আপনিও পরোক্ষ অপরাধী হবেন। সুতরাং আপনার রায় যেন আপনাকে অপরাধী না বানায় তা ভালোভাবে বুঝে শুনে তারপরই ভোট দিন।

আজ ২৩ ডিসেম্বর রবিবার বিকাল ২ টা থেকে পটিয়া উপজেলার শোভন-ী ইউনিয়নের রশিদাবাদ, কুরাংগিরী, জোয়ারা খানখানাবাদ, শোভনদ-ী ও ছনহরা ইউনিয়নের উত্তর ছনহরা, দক্ষিণ ছনহরা, চাটরা আলমদার পাড়া গ্রামে গণসংযোগ ও পথসভাকালে ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এম এ মতিন উপর্যুক্ত কথা বলেন। তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক পটিয়া গড়ার জন্য মোমবাতিতে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান পীরজাদা ইয়ার মুহাম্মদ পেয়ারু বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক জননেতা আলী হোসাইন, উপজেলা সেক্রেটারি আখতার হোসেন, পশ্চিম পরিষদ নেতা জসিম সিদ্দীকী, মাওলানা এম এ মাবুদ, কাজী আবু বক্কর ছিদ্দিক, মাষ্টার আলী খাঁন, মাষ্টার কমরুদ্দীন, পৌরসভার নিজামুল মোরশেদ, নজির আহম্মদ, যুবনেতা মাস্টার কমরুদ্দীন, আবুল কালাম লিটন, মাওলানা এনাম রেযা, ফোরকানুল আলম চৌধুরী, জসিম উদ্দীন, কেন্দ্রীয় ছাত্রসেনা নেতা ফরিদুল ইসলাম, দিদার কাদেরী, দক্ষিণ জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম রুবেল, নেতা এনামুল হক, পূর্ব সভাপতি জমির উদ্দিন, পৌরসভা সভাপতি রফিকুল আলম ওসমানী প্রমুখ।