‘চকরিয়া-পেকুয়ায় মেগা প্রকল্প বজায় রাখতে নৌকায় ভোট দিন’

মো: ফারুক, পেকুয়া:
বিগত ১০বছরে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কারণে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা ও মেগা প্রকল্প বজায় রাখতে চকরিয়া-পেকুয়ায় নৌকায় ভোট দিন। নৌকায় ভোট দিয়ে জাফর আলমকে বিজয়ী করুণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের উন্নয়নের দায়িত্ব নিয়েছে। আপনাদের দোয়া ও জনগণের ভোটে আগামী ৩০ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবে।

চকরিয়া-পেকুয়াবাসী আপনার অনেক ভাগ্যবান। আপনারা জননেত্রী শেখ হাসিনার মেগা প্রকল্পের আওতায় পড়ছেন। সাব-মেরিন ষ্টেশন ও রেল লাইনের কাজ বাস্তবায়ন শেষ হলে রুপনগর হিসাবে দেখতে পাবেন এলাকাকে। জাফর আলম তৃণমূলের জনপ্রিয় নেতা হিসাবে প্রধানমন্ত্রী নমিনেশন দিয়েছেন আশা করি তার হাতেই উন্নয়নের উন্নয়নে ভরে যাবে চকরিয়া-পেকুয়া। পথে পথে আসার সময় হাজার হাজার জনতা নৌকার পক্ষে স্লোগান দিচ্ছে। বিশাল জনসভায় প্রমাণ করে জাফর আলমের পক্ষে রব ওঠেছে। তাই আপনারা আমাকে কথা দিন, নৌকা প্রতীকে ভোট দিবেন। ওই সময় উপস্থিত হাজার হাজার জনতা হাত তুলে জাফর আলমের প্রতি সমর্থন ঘোষণা করে নৌকায় ভোট দেয়ার প্রত্যয় করেন।

রোববার (২৩ডিসেম্বর) বিকেলে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাফর আলম ও নৌকা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।

তিনি আরো বলেন, নির্বাচন আসলে বিএনপি-জামাত নাশকতা শুরু করে। নির্বাচনকে বানচাল ও প্রশ্নবিদ্ধ করতে ইসির কাছে বিভিন্ন অভিযোগ করছেন। তারা উন্নয়ন নয় দূনীর্তির অভিযোগে অভিযুক্ত খালেদা জিয়া ও তারেক রহমানকে বাঁচাতে ভোট চাই। সেখানে যোগ হয়েছে আরো কিছু কু-চক্রিমহল। আপনারা বিশ্বাস রাখেন সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে নৌকার বিপুল বিজয় হবে।

পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় এ জনসভার সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ চৌধুরী বিটু।

জনসভায় প্রধান বক্তার বক্তব্য দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাফর আলম, বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ ও সাবেক সংসদ সদস্য ডাঃ শামসুদ্দীন চৌধুরী।

নৌকার প্রার্থী জাফর আলম বলেন, আপনারা দেখেছেন চকরিয়া-পেকুয়ায় বিএনপি-জামাত যে নাশকতা শুরু করেছে তা নৌকায় ভোট দিয়ে জবাব দিতে হবে। ধানের শীষের প্রার্থী হাসিনার আহমেদের নির্দেশে আমাদের নেতাদের হত্যার মিশনে নেমেছে। আমি আপনাদের কথা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর আস্তার প্রতিদান দিব। ৩০ তারিখ বিজয় নিয়ে চকরিয়া-পেকুয়াবাসীকে একসাথে নিয়ে বিজয় উল্লাস করব।

এ জনসভায় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মজুমদার, কক্সবাজার জেলা আ’লীগের উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, জেলা আ’লীগের এড.আমজাত হোসেন, জেলা আ’লীগের সহসভাপতি রেজাউল করিম, জেলা আ’লীগের সদস্য জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, জেলা আ’লীগের সদস্য গিয়াস উদ্দিন, জেলা আ’লীগের সদস্য জিএম আবুল কাশেম, সদস্য উম্মে কুলসুম মিনু, আমিনুর রশীদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাফিয়া বেগম শম্পা, পৌরসভা আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক মহসিন বাবুল, উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি ফজলুল করিম সাঈদী, চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম ও সম্পাদক কাউছার উদ্দিন কছির, পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ও সম্পাদক মো. বারেক, উপজেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেছি, যুগ্ন-সম্পাদক আবুল শামা শামীম, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, বারবাকিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল শামা, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক দিদারুল করিম, পেকুয়া বাজার বণিক সমিতির সাধারণ মিনহাজ উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল আবছার, সেচ্ছাসেবকলীগের সভাপতি ওসমাণ গণি, সম্পাদক নেজাম উদ্দিন, সৈনিকলীগের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম হিরু, উপজেলা তাঁতীলীগের সভাপতি জায়েদ মোর্শেদ, মৎস্যজীবিলীগের সভাপতি জাকিরুল ইসলাম, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন মিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কপিল উদ্দিন বাহাদুর, সম্পাদক এহেতেশামুল হক, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাচন সমন্বয়ক কমিটির প্রধান এইচ এম তাজউদ্দিন, হাফিজ আল আসাদ, মনসুর আলম, এইচ এম নাহিম আরাফাত, পেকুয়া উপজেলা ছাত্রলীগ নেতা জাকারিয়া প্রমূখ। এ সময় চকরিয়া-পেকুয়া উপজেলা হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।