বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে চার ব্যবসায়ীকে ৩৭হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (২৩ ডিসেম্বর ) দুপুরে উপজেলার জোটপুকুর পাড় এলাকায় অভিযানে চারটি খাবার হোটেলে বিভিন্ন অনিয়ম দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।
অপরিচ্ছন্ন পরিবেশ, ভেজাল ও বাসি খাবার বিক্রি করায় হোটেলগুলোকে ৩৭ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট একরামুল ছিদ্দিক। এ সময় মানব দেহের জন্য ক্ষতিকর এনার্জি ড্রিংক্সের বোতল জব্দ করে ধ্বংস করা হয়।