করোনায় কক্সবাজারে তরুণ উদ্যোক্তার মৃত্যু

পর্যটন শহর কক্সবাজারের একজন জনপ্রিয় তরুণ পর্যটন উদ্যোক্তা করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় উখিয়া আইসোলেশন কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় প্রচণ্ড শ্বাসকষ্টে প্রাণ হারিয়েছেন। আবু সায়েম ডালিম (৪৩) নামের এই এই পর্যটন ব্যবসায়ী শহরের বাহারছড়ার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ মে পবিত্র ঈদের দিন তিনি করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন ছিলেন নিজ বাসায়। অবস্থার অবনতি হলে তাকে উখিয়ার আইসোলেশন কেন্দ্রে নেওয়া হয়। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে তিনি আজ সন্ধ্যায় সেখানে মারা যান।

প্রসঙ্গত, কক্সবাজার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল হিসাবে ঘোষিত জেলা সদর হাসপাতালে অব্যবস্থাপনা ও পর্যাপ্ত অক্সিজেনের অভাবে গত পহেলা জুন সকালে শহরের করোনা আক্রান্ত আরো দুই তরুণ ব্যবসায়ী মারা যান।