চট্টগ্রাম -৯ আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থনে চিকিৎসা পেশাজীবী সমাজ সম্মিলিত ঐক্য সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ, চমেকসু, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র লীগ, চমেকহা নার্সেস এসোসিয়েশন, তৃতীয় -চতুর্থ শ্রেণি কর্মকর্তা-কর্মচারী পরিষদ ও চমেক শিক্ষক সমিতির যৌথ আয়োজনে চমেক শাহ আলম বীরোত্তম মিলনায়তনে গতকাল শনিবার এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিটি মেয়র চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সকলের কাছে পরিচয় করিয়ে দিয়ে বলেন,অনুষ্ঠিতব্য আগামী ৩০শে ডিসেম্বর-২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।এই নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি দেশ পরিচালনা করবে, না স্বাধীনতা বিরোধীরা পরিচালনা করবে-তা নির্ধারিত হবে । স্বাধীনতার শক্তি ক্ষমতা আসলে দেশের উন্নয়ন হয় আর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা আসলে হত্যা,লুট,মানি লন্ডারিং হয়। বিএনপি-জামায়াত জোট যেনকখনো রাষ্টীয়ক্ষমতায় আসতে না পারে, আবার তারা যেন ক্ষমতায় এসে অপর্কর্ম করতে না পারে। উন্নয়ন ধারা বন্ধ না হয় সেদিকে আমাদের সকলকে সর্তক দৃষ্ঠি রাখতে হবে। দেশে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন ও চলতে থাকে সেই লক্ষে আগামী নির্বাচনে নৌকা মার্কায় এবং মহাজোট প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানান সিটি মেয়র।
সভায় নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী (নওফেল) সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে নৌকার প্রতি আস্থা রাখার জন্য অনুরোধজানিয়ে বলেন চিকিৎসকরা সমাজের অগ্রসর অংশ। আপনাদের উপর জনগণের ভরসাও উচ্চতর। আপনারা নিজ পরিবার, আত্মীয় স্বজন সবাইকে সরকারের উন্নয়ন কর্মকা-ের কথা বলবেন। তাদেরকে নৌকায় ভোট দেবার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন বলে তিনি প্রত্যাশা করেন।ব্যারিষ্টার নওফেল আরো বলেন জাতির পিতার স্বপ্ন ছিল যারা এখনোও অবহেলিত ভাত – কাপড় পায় না,কাজ করে আয় করার সুযোগ নেই ,তাদের সুযোগ সুবিধা করে দেয়া। শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গ্রামীণ জনগোষ্ঠ্রি উন্নয়ন করতে হবে। একমাত্র আওয়ামী লীগ সরকারই পারে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে । তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বস্তরের মানুষকে নৌকা প্রর্তীকে ভোটদানের আহবান জানান ব্যরিস্টার নওফেল। বিএমএ চট্টগ্রাম সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডা. মুইজ্জুল আকবর চৌধুরীর সঞ্চালনায় ঐক্য সমাবেশে বিএমএ সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, নগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, আইভিএ সভাপতি মাকতুম তালুকদার সজীব, সাধারণ সম্পাদক শোয়েব হোসাইন, চমেক ভিপি জামিউর রহমান আকাশ, জিএস এমএ আওয়াল রাফি, চমেক ছাত্রলীগ সভাপতি ওয়াসিম সাজ্জাদ রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বক্তব্য রাখেন।