পটিয়ায় দ্বন্দ ভুলে দুই আ’লীগ নেতা নৌকার প্রচারণায় মাঠে!


পটিয়া প্রতিনিধি॥
পটিয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিল গত দু’বারের নির্বাচিত সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ও জেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বিজিএমইএ নেতা মোহাম্মদ নাছির। দীর্ঘদিন ধরে আ’লীগের মনোনয়ন দৌড়ে প্রতিদ্বন্দ্বীতা করেন এ দুই আওয়ামীলীগ নেতা। যার কারণে এ দুই আওয়ামীলীগ নেতার মধ্যে মাঠ পর্যায়ে শুরু হয় নানা দ্বন্দ ও বৈরী পরিবেশ। এতে পটিয়ায় আওয়ামী শিবির দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। তবে শেষ মেষ সব বেদাবেদ ভুলে নৌকার বিজয়ে কাধে কাধ মিলিয়ে প্রচারণায় নামেন তারা। তারা একসাথে বিভিন্ন পথ সভা ও গণসংযোগেও বক্তব্য ও প্রচার প্রচারণা চালিয়ে আ’লীগ মনোনীত প্রার্থী সামশুল হক চৌধুরীকে নৌকায় ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান। নেতৃবৃন্দ পটিয়ার কুসুমপুরা, শান্তির হাট ও মনসাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগকালে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা আ’লীগ নেতা ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, দক্ষিণ জেলা আ’লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মতিন চৌধুরী, মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, জেলা আ’লীগ নেতা সেলিম নবী, সেক্রেটারী নাছির উদ্দীন, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু, কেন্দ্রিয় যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ নেতা বজলুল বারী চৌধুরী, জেলা ছাত্রলীগ মহিউদ্দিন মহি, মাঈনুদ্দীন চৌধুরী হাজী নাজিম উদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনৈতিকভাবে এ দুই বৈরী নেতাকে একই কাতারে দেখে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও সাধারণ ভোটারদের মনে বেশ আশার সঞ্চার হয়। বিভিন্ন পথ সভা ও গণসংযোগে এ দু’নেতা শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে দেশের চলমান উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। এ সময় নৌকার পক্ষে বিভিন্ন প্রচার পত্রও বিলি করা হয়।

গত দু’বছর ধরে পটিয়ায় আ’লীগের মাঠ পর্যায়ে এ দু’নেতার দ্বন্দকে ঘিরে কর্মসূচী পাল্টা কর্মসূচীও পালন করা হয়। বিভিন্ন এলাকায় এ দু’নেতার অনুসারীদের মধ্যে হামলা পাল্টা হামলারও ঘটনা ঘটে। এ সব ভুলে নৌকার বিজয়ে মাঠে নামেন তারা।

এ বিষয়ে জেলা আওয়ামীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ মোহাম্মদ নাছির জানান, আমাদের মধ্যে মনোনয়ন প্রতিযোগিতা ছিল মাত্র। বড় দলগুলোর এ রকম সামান্য ভুল বুঝাবুুঝি হয়ে থাকে। আমরা সবাই নৌকার বিজয় ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে কাজ করছি। এ ধারা অব্যাহত রাখতে আগামীতেও পটিয়ায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সামশুল হক চৌধুরীকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।