‘হামলা-নির্যাতন করেও নির্বাচন থেকে বিএনপিকে সরানো যাবে না’

নিজস্ব প্রতিবেদক: নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে পরপর তিনবার ভাঙচুর ও নিজ বাসভবনে হামলার পর জীবনের নিরাপত্তা চেয়ে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ান।

রোববার (২৩ ডিসেম্বর) দুপুর বারোটার সময় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন নিজের জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন এখন আতঙ্কের জায়গা, সরকারি দলের কারণে আজ নির্বাচনের সেই আমেজ নেই। জনগণের উপর আস্থা রেখে নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছি, সাড়াও পাচ্ছি জনগণ থেকে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত দশ দিনে শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আগে দিত গায়েবী মামলা, এখন জাল টাকা ও অস্ত্র মামলায় নেতা-কর্মীদের ফাঁসানো হচ্ছে। আামার বাসা থেকে বের হবার সময় তিন কর্মীকে গ্রেফতার করে জাল টাকার মামলায় ফাঁসানো হয়েছে।

তিনি বলেন, জুলুম নির্যাতন হামলা গ্রেফতার করে নির্বাচনী মাঠ থেকে আমাকে সরানো যাবে না, জনগণের ভোটাধিকার ফিরিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে লড়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপির এই নেতা।

এসময় নগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়রার হোসেন লিপু্র, সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।