কুতুবদিয়ার নিখোঁজ মোস্তাক মাঝির লাশ উদ্ধার ও দাফন সম্পন্ন

 

লিটন কুতুবী:
ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া মাঝি মোস্তাক আহমদ (৫০) লাশ উদ্ধার হয়েছে। বুধবার বিকালে সীতাকুন্ডু উপজেলার বাঁশবাড়িয়া উপকূল এলাকা থেকে সীতাকুন্ডু থানা পুলিশ লাশ উদ্ধার করে ।
বৃহস্পতিবার (৪জুন) সীতাকুন্ডু থানা পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়নাতদন্ত শেষে আত্নীয়স্বজনের নিকট লাশ হস্তান্তর করে।
জানা গেছে, গত ২৭ মে সকাল ১০টায় কুতুবদিয়া উপকূল বড়ঘোপ স্টীমারঘাট হতে এম,এল, মিজান মালবাহি ট্রলার চট্টগ্রামের উদ্দ্যেশে মোস্তাক মাঝিসহ ৮নাবিক ছিল।
কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়ে বাঁশখালী উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরে শঙ্গ নদীর মোহনায় পৌছলে দুপুর ১২টার সময় ঝড়ো হাওয়ার কবলে পড়ে। এ সময় মোস্তাক মাঝি ও নাবিক শওকত ওসমান সাগরে পড়ে যায়। অন্যান্য নাবিকরা ট্রলার নিয়ে ঝড়ের কবল থেকে উদ্ধার হয়ে নিঁেখাজ দুই জনকে উদ্ধারে নামে।
তন্মধ্যে নাবিক শওকত ওসমান উদ্ধার হলেও তখন মোস্তাক মাঝিকে পাওয়া যায়নি। এ ব্যাপারে ট্রলার মালিক কুতুবদিয়া থানায় নিখোঁজের ব্যাপারে ২৭মে ১০০৫নং সাধারণ ডায়েরী করেছে।
এম,এল মিজান ট্রলারের মালিক মিজান জানান, নিখোঁজের ৮দিন পর মোস্তাক মাঝির লাশ সীতাকুন্ডু উপজেলার বাশঁবাড়িয়া উপকূলে পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ৯টায় কুতুবদিয়া উপজেলা বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করে বলে স্থানীয় সমাজপতি মোহাম্মদ ইকবাল নিশ্চিত করেন। সে মনোহরখালী গ্রামের মৃত নুরুল আলমের ছেলে।