কক্সবাজার জেলা পরিষদের উদ্দ্যেগে কুতুবদিয়ায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

লিটন কুতুবী:
করোনা ভাইরাসে লকডাউনে থাকা শ্রমজীবি কর্মহীন ঘরবন্দি মানুষের মাঝে কক্সবাজার জেলা পরিষদের উদ্দ্যেগে কুতুবদিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করেন।
বৃহস্পতিবার(০৪জুন) সকালে কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও কুতুবদিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এবং কৈয়ারবিল ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার আহমদ উল্লাহ, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু মাতবর,আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগের মোঃ জাহাঙ্গির আলম সিকদার, সম্পাদক মোতালেব মেম্বারসহ বড়ঘোপ,আলী আকবর ডেইল, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে বড়ঘোপ ইউনিয়নের উপজেলা গেইট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এবং আলী আকবর ডেইল ইউনিয়নে কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের,কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সামনেসহ তিন ইউনিয়নে ১৫৫ পরিবারের মাঝে প্যাকেট বিতরণ করেন। বিতরণকৃত প্রতি প্যাকেটে চাল,ডাল,সোয়াবিন তৈল,আলু,সাবান,রয়েছে।
এ ব্যাপারে জেলা পরিষদের সদস্য মাষ্টার আহমদ উল্লাহ সাথে কথা হলে তিনি জানান, বিশ^ মহামারি করোনা ভাইরাসে লকডাউনে থাকা মানুষের মাঝে কক্সাবাজার জেলা পরিষদের উদ্দ্যেগে গত ২৩মে মাহে রমজানে পরিষদের নিজস্ব অর্থায়নে ১০০ প্যাকেটে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর পরপরই বুধবার (৩ জুন) কক্সবাজার জেলা পরিষদের অর্থায়নে কুতুবদিয়া দ্বীপের ৬ ইউনিয়নে ৩৩০ পরিবারের মাঝে ৩৩০ প্যাকেট ঈদ উপহার বিতরণ শুরু করেছে।গত বুধবার উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং, লেমশীখালী ইউনিয়নে ১৬৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন।