নেতাকর্মীদের গ্রেপ্তার প্রতিবাদে পটিয়া বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গায়েবি মামলা বিনা ওয়ারেন্ট পটিয়ার নেতা কর্মীদে গ্রেপ্তার ও পটিয়া বিভিন্ন এলাকা ধানের শীষের অফিস ভাংচুর করা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এনামুল হক এনামের গ্রামের বাড়িতেপুলিশ হানা দিয়ে ১২জন নেতা কর্মি গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

রোববার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।

এনাম অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকায় এ পর্যন্ত ৬০ জন নেতাকর্মীকে পুলিশ বিনা কারণে গ্রেফতার করেছে। নেমপ্লেট ছাড়া পুলিশের পোশাক পড়া সদস্যরা গিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে। গণসংযোগকালে সরকারদলীয় সমর্থকরা হামলা করছে।

তিনি বলেন, পটিয়া থানা পুলিশের কাছে এসব অভিযোগ দিলেও তারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। তাই ওসি নেয়ামত উল্লাহকে প্রত্যাহার করে নিতে হবে।