‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ’

সারাদেশ আজ নৌকা নৌকা শ্লোগানে মুখরিত। সবাই অপেক্ষা করছে ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে আবারো বিজয়ী করে ক্ষমতার চেয়ারে বসাতে। যাতে করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে। বাংলাদশে আজ উন্নয়নের গাড়িতে। উন্নয়নের এই গাড়িটি গন্তব্যে পৌছোতে আওয়ামীলীগ তথা নৌকা প্রতীকের বিকল্প নেই।

রোববার (২৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে নগর আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এ মন্তব্য করেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, দেশ কোন পথে অগ্রসর হবে তা এ নির্বাচনে নির্ধারণ হবে। তাই নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব। দেশে মুষ্টিমেয় কিছু কুলাঙ্গার ছাড়া সবাই মুক্তিযুদ্ধের পক্ষে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আ জ ম নাছির আরো বলেন, নগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে নগর সংশ্লিষ্ট ৬টি আসনে জয়ের লক্ষ্যে প্রচারণা চালাচ্ছে। নওফেল, লতিফ, আফছারুল আমীন, ব্যারিস্টার আনিস, মইনউদ্দিন খান বাদল, দিদারুল আলমের পক্ষে ২৮ ডিসেম্বর সকাল আটটা পর্যন্ত প্রচারণা চলবে।

২৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে নগর আওয়ামী লীগ গত ১০ বছরে শেখ হাসিনা চট্টগ্রামের জন্য কী করেছেন, কী করবেন তা নগরবাসীর সামনে তুলে ধরা হবে বলে জানান নাছির।

সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে নগর আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ কান্নাকাটি করে লাভ হবে না, নৌকা বিপুল ভোটে জয়ী হবে।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, যুগ্ম সম্পাদক আবদুর রশীদ, বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ চৌধুরী, নোমান আল মাহমুদ, তথ্য সম্পাদক চন্দন ধর, বন সম্পাদক মশিউর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা সম্পাদক আবদুল আহাদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. হোসেন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, স্বাস্থ্য সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, উপ প্রচার সম্পাদক শহীদ উল আলম, মহিলা সম্পাদক জোবাইরা নার্গিম খান, সদস্য অমল মিত্র, কামাল উদ্দিন, সাইফুদ্দিন খালেদ বাহার, রোটারিয়ান মো. ইলিয়াস, জাফর আলম, বেলাল আহমদ, শেখ শহীদুল আনোয়ার, মানস রক্ষিত, দক্ষিণ জেলা যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, গণতন্ত্রী পার্টির জেলা সহ-সভাপতি স্বপন সেন, জেপির আজাদ দোভাষ, ন্যাপের মিঠুল দাশগুপ্ত প্রমুখ।

বিএফইউজে’র সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা ডা. একিউএম সিরাজুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারাও এসময় উপস্থিত ছিলেন।