আল্লামা হাশেমীর ইন্তেকালে আন্জুমানে রজভীয়া নূরীয়ার শোক

 

ইমামে আহলে সুন্নাত, ওস্তাজুল ওলামা, শায়খুল মাশায়েখ, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (৯৫) ০২ জুন মঙ্গলবার ভোর ৫ টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রা’জিউন)। তার ইন্তেকালে আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নুরী, জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী, আন্জুমানে রজভীয়া নূরীয়া কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মুহাম্মদ নুরুল হক, ট্রাস্ট অর্থ সচিব আলহাজ¦ জহির আহমদ সওদাগর, কাতার সভাপতি আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজা, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মুহাম্মদ মিঞা জুনাইদ, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি আলহাজ¦ মুহাম্মদ আবুল হাসান, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, রজভীয়া নুরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মহাসচিব শায়ের মুহাম্মদ নাজিম উদ্দিন কাদেরী, সাংগঠনিক সম্পাদক শায়ের মুহাম্মদ ছালামত রেযা কাদেরী, নগর দায়িত্বশীল মুহাম্মদ জাকারিয়া, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী প্রমূখ আজ ০২ জুন যুক্ত বিবৃতিতে বলেন, ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী দেশব্যাপী ইসলামের শ্বাশত মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। সুন্নি জনতা একজন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন। তাঁর ইন্তেকালে সুন্নি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। সুন্নি জনতা তাঁর অবদানকে চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। নেতৃবৃন্দ হুজুরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী ১৯২৮ সালে ২৯ ডিসেম্বর চট্টগ্রাম বায়েজীদ থানার ২ নম্বর জালালাবাদ বটতল এলাকায় হাশেমীয়া বংশে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে আহসানুল উলুম কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, ওয়াজেদীয়া আলিয়া, পটিয়া শাহ্চাঁদ আওলিয়া কামিল মাদ্রাসায় প্রধান মুহাদ্দিস ছিলেন। ০২ জুন মঙ্গলবার রাত ৯টায় চট্টগ্রাম অক্সিজেন বটতলস্থ হাশেমীয়া দরবার শরীফে জানাযার নামায অনুষ্ঠিত হবে।