
কুতুবদিয়া প্রতিনিধি
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া গার্মেন্টস কর্মীর দাফনকার্য সম্পন্ন করেছেন কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস। এর আগে লাশ দাফনের খবর পেয়ে জটিলতা ও বাধা সৃষ্টি হয় এলাকায়৷ এক পর্যায়ে মৃতদেহ ফেলে চলে যান রোগীর স্বজনরাও। পরে নিজ দায়িত্বে জানাযা, দাফনসহ সকল কাজে ওসি অংশ নেন।
সোমবার ( ১ এপ্রিল) কুতুবদিয়া দ্বীপের আলী আকবর ডেইল ইউনিয়নে এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে কুতুবদিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস বলেন, মেয়েটার করোনা রোগের বিভিন্ন উপসর্গ ছিলো। যা আমাদের চট্টগ্রাম থেকে একজন চিকিৎসক নিশ্চিত করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় দাফনের ব্যাপারে একটু বাধা সৃষ্টি হয়। এমনকি রোগীর স্বজনরাও মৃতদেহ ফেলে পালিয়ে যায়। পরে নিজ দায়িত্বে লোক দিয়ে কবর খনন, মৃতদেহের গোসল, জানাজা ও দাফন কাজ সম্পন্ন করলাম।