লকডাউন জারির পর প্রথমবার জনসম্মুখে এসেছেন রাণী

যুক্তরাজ্যে করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ রোধে লকডাউন জারির পর প্রথমবার জনসম্মুখে এসেছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। রোববার উইন্ডসর হোম পার্কে ১৪ বছর বয়সী এক ঘোড়ায় চড়তে দেখা গেছে তাকে। এসময় একটি হেডস্কার্ফ পরনে ছিল তার মাথায়। এ খবর দিয়েছে বিবিসি। স্থানীয় গণমাধ্যম জানায়, ঘোড়দৌড় প্রতিযোগিতা বেশ পছন্দ করেন রানী এলিজাবেথ। নিজেও ঘোড়া চড়তে পছন্দ করেন। ৯৪ বছর বয়সী এই রাণীকে রোববার তেমনটাই করতে দেখা গেছে। এছাড়া, রোববার থেকে দেশটিতে ফের ঘোড়দৌড় প্রতিযোগিতাও শুরু হয়েছে।
সোমবার উইন্ডসর প্রাসাদে ডিউক অব এডিনবার্গ ও তার স্বামী প্রিন্স ফিলিপের সঙ্গে দেখা গেছে বৃটিশ ইতিহাসের প্রবীণতম ও সবচেয়ে দীর্ঘমেয়াদী রাণীকে। এ বছর সেখানেই নিজের ৯৪তম জন্মদিন উদযাপন করেছেন তিনি। লকডাউনের মধ্যে গত ১০ সপ্তাহ ধরে সেখান থেকেই নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন।