জেএমসেন হলে হামলার ঘটনায় ৮৩ জনের বিরুদ্ধে মামলা

জেএমসেন হলে হামলার ঘটনায় ৮৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার (১৬ অক্টোবর) সকালে কোতোয়ালী থানার এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে সিসিটিভি ফুটেজ দেখে ৮৩ জনকে আটক করে পুলিশ।
আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বলেন, জেএমসেন হলে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে মামলায় ৮৩ জন আসামিকে গ্রেফতারে করে। এছাড়াও অজ্ঞাত ৫শ জনকে আসামি করা হয়েছে। তাদের চিহ্নিত করতে অভিযান অব্যহত রয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বের হয়ে কিছু মুসল্লি পাশের জেএমসেন হলের পূজা মণ্ডপের গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পূজা কমিটির অভিযোগ, ব্যানার ছেঁড়ার পাশাপাশি প্রতিমাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে হামলাকারীরা। এর প্রতিবাদে পূজা উদযাপন পরিষদ প্রায় সাড়ে তিন ঘণ্টা প্রতিমা বিসর্জন বন্ধ রাখার পর প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা থেকে বির্সজন দেওয়া শুরু করে।