অতিরিক্ত মদপানে ২ ছাত্রলীগ নেতার মৃত্যু

কক্সবাজারের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস।

মৃতরা হলেন- সাইমুন প্রিয়াম ও রাফসানুল হক। তারা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এক কর্মকর্তা জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলাতলী এলাকার বে ওয়ান ডাচ হোটেলে উঠেন রাফসানুল হক, রায়হান, সাইমুন প্রিয়ামসহ চার বন্ধু। হোটেল কক্ষে মদ পান করছিলেন তারা। অতিরিক্ত মদপান করায় তিন বন্ধু অসুস্থ হয়ে পড়েন।

ওইদিন বিকেলে রাফসানুলকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রায়হান ও সাইমুনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিনগত রাত সোয়া ২টার দিকে সাইমুনের মৃত্যু হয়।

হোটেল রেজিস্ট্রারে দেওয়া ঠিকানায় তিন বন্ধুর বাড়ি চট্টগ্রাম শহরের কোতোয়ালী বলে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে রাফসানুল হক শহরের এনায়েতবাজার এলাকার সৈয়দুল হকের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তারা হোটেল কক্ষে বসে মদ পান করেছেন। তবে মদপানের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।