রাবার ড্যামে বেড়াতে গিয়ে ছাত্রের মৃত্যু

ফটিকছড়ির ভুজপুর রাবার ড্যামে বেড়াতে গিয়ে নদীতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

তার নাম মো. ইব্রাহীম (২৫)।

তিনি ওমরগনি এমইএস কলেজে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার কচুয়া এলাকার মো. সেলিম মিয়ার ছেলে। নগরের কোতোয়ালী থানাধীন পুরাতন বিমান অফিসের পাশে রাবেয়া রহমান গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভূজপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রবীণ কুমার দে জানান, ইব্রাহীম তার ৬ বন্ধুকে নিয়ে রাবার ড্যাম এলাকায় বেড়াতে আসে। তারা কেউ সাঁতার জানতো না। ইব্রাহীম ড্যামের কাছে হালদা নদীতে পা পিছলে ডুবে যায়। স্থানীয় লোকজন জাল ফেললে তার মরদেহ উঠে আসে। খবর পেয়ে ভূজপুর থানা পুলিশও ঘটনাস্থলে যায়। দুপুর দেড়টার দিকে তাকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।