শত বছরের ঐতিহ্য ধরে রেখেছেন তারা…

হাটহাজারী ফরহাদাবাদ হিম্মত মুহুরী বাড়িতে এখনোও শত বছরে ঐতিহ্য লালন করে চলছে। ইদুল আযহা উপলক্ষে এই আনন্দ ভাগাভাগি করে নেন সকল বয়সের মানুষ। ইদের দিন আসরের নামাজের পর শুরু হয় এই আয়োজন। আয়োজনে থাকে গরুর মাংস আর রুটি। বাড়ির সকলে একসাথে বসে খাবার খেয়ে এই আনন্দ উপভোগ করে। শতবছরের ঐতিহ্য সম্বন্ধে জানতে চাইলে,হিম্মত মুহুরী বাড়ির সমাজপতি বীরমুক্তিযোদ্ধা ঈসমাইল হোসেন মুহুরী বলেন, এই আয়োজন আমাদের বাড়ির মুরুব্বিরা চালু করছিল।সেই রীতি আমরা পালন করছিলাম।এখন আমাদের নতুন প্রজন্মরা করতেছে।সন তারিখ জানা নেই তবে ধারণা করা যায় শত বছরের বেশি হবে।