খুটাখালীতে জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদত বার্ষিকী পালিত

 সেলিম উদ্দীন,কক্সবাজার। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যেগে নয়াপাড়া জামে মসজিদে খতমে কোরআন ও নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মুনাজাতের মাধ্যমে পালিত হয়েছে। ৩০ মে শনিবার বিকেলে ইউনিয়নের নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে আলোচনা সভা ও দোয়া- মুনাজাত করা হয়। ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ডা. শফিউল আলম শফি। এসময় ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক ছৈয়দ আলম, আকতার কামাল, সদস্য বাহাদুল হক, ১ নং ওয়ার্ড বিএনপি’র সহ সাধারন সম্পাদক মোহাম্মদ তৈয়ব, ২ নং ওয়ার্ড বিএনিপ’র সভাপতি অলি উল্লাহ, ৩ নং ওয়ার্ডের সহ- সভাপতি ছৈয়দ আকবর, জাফর আলম, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, ৬ নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, ৯ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারন সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ প্রমুখসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঈদগাঁহ আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আবু বক্কর।