পানছড়িতে অফিস ভাংচুরের প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ মিছিল

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাজারে আওয়ামী লীগের অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাত আড়াইটায় অজ্ঞাত কিছু লোক পানছড়ি দলীয় অফিস ভাংচুর করে। এ ঘটনায় প্রতিবাদে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

শনিবার (২২ডিসেম্বর) আওয়ামি লীগের নেতাকর্মীরা সকাল ১০ টায় অফিসে গেলে দরজা খোলা ও তালা ভাংগা পায় এবং অফিসের আসবাব পত্র, জাতির জনকের ও মাননীয় প্রধান মন্ত্রীর ছবি ভাঙ্গা দেখতে পায়। অফিস ভাংচুরের ঘটনায় বিএনপিকে দায় করে সকাল ১১ টায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে ও মুক্তিযোদ্ধা স্কয়ারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহার মিয়া, সাবেক সভাপতি আব্দির মোমিন, যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, যুবলীগ সভাপতি আল আমিন, ৩ নং ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিক সহ প্রমুখ।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে আওয়ামী লীগের অফিস ভাংচুর করেছে। আমরা দুষ্কৃতকারীদের সনাক্তের জন্য মাঠে কাজ করছি।