সালাহ’র গোলে জিতল লিভারপুল

প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে জ্বলে উঠলেন মোহাম্মদ সালাহ। গোল করলেন। আবার সতীর্থের গোলে রাখলেন অবদান। তাতে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে জিতল লিভারপুল।

বাংলাদেশ সময় শুক্রবার রাতে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এ জয়ে অষ্টাদশ রাউন্ড শেষে শীর্ষে থাকা নিশ্চিত করেছে ইয়ুর্গেন ক্লপের দল।

চলতি প্রিমিয়ার লিগে এখনও কোন ম্যাচ হারেনি লিভারপুল। শুক্রবার সেই ধারা অব্যহত রাখতে যেয়ে ম্যাচের অষ্টাদশ মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় দলটি। বাইলাইন থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনিয়োর কাটব্যাক ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের ফ্লিকে বল জালে পাঠান সালাহ। ১১ গোল নিয়ে এবারের আসরের গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠলেন মিশরের তারকা এ ফরোয়ার্ড।

বল দখলে পেছনে থাকলেও বিরতির আগে সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স। কিন্তু লিভারপুলের শক্ত রক্ষণের প্রাচীর ভাঙতে পারেনি দলটি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবারও চমৎ দেখাতে থাকেন সালাহ। সেই ধারাবাহিকতায় ম্যাচের ৬৮তম মিনিটে দুর্দান্ত এক ক্রসে বল তিনি বাড়িয়ে দেন ভার্জিল ফন ডাইকের কাছে। এরপর ছোট ডি-বক্সের মুখ থেকে বল পেয়ে বাঁ পায়ের টোকায় ব্যবধান দ্বিগুণ করেন ডাচদের এ তারকা। লিগে এই নিয়ে সতীর্থদের পঞ্চম গোলে অবদান রাখলেন গত আসরের সেরা খেলোয়াড় সালাহ। এরপর আর কোন দল গোলের দেখা না পেলে ২-০ গোলের জয় নিয়ে হাসিমুখে মাঠ ছাড়ে লিভারপুল।

এ জয়ে ১৮ ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট হলো ৪৮। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি। এদিকে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পার। ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। পঞ্চম স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৪।