‘ডিজিটাল মহেশখালী বিনির্মাণে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন’

বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতীক নিয়ে বিজয়ী লাভ করে বিগত ১০ বছর শাসন করেছে। এই শাসনামলে সারাদেশের মতো মহেশখালীতেও ব্যাপক উন্নয়ন হযেছে এবং হচ্ছে। আরো ব্যাপক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য মহেশখালীবাসীকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে মহেশখালীর কালামারছড়ায় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের প্রার্থী আশেক উল্ল্যাহ রফিকের সমর্থনে আয়োজিত জনসভায় মেয়র এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মানুষ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। এ নির্বাচনের মাধ্যমেই ঠিক হবে, দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগুবে? নাকি মৌলবাদ ও জঙ্গিবাদে ফিরে যাবে? ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কম মূল্যে মোবাইল হ্যান্ডসেট ও ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষও এখন ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছেন। শেখ হাসিনার কারনেই এটি সম্ভব হয়েছে।

আ জ ম নাছির উদ্দীন বলেন, সিদ্ধান্ত নিতে আমাদের ভুল করা যাবে না। বঙ্গবন্ধুর মার্কা, জননেত্রী শেখ হাসিনার মার্কা, উন্নয়নের মার্কা নৌকাকে ভোট দিয়ে জয়ী করতে হবে। সারা দেশে নির্বাচনের উৎসব চলছে। সবাই এখন নির্বাচনমুখী। এতকিছুর মধ্যেও প্রতিটি প্রাইমারি স্কুলে বই পৌঁছে দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বই পাবে। শেখ হাসিনার সরকারই এটি করেছে।

কালামারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশির আহমদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের প্রার্থী আশেক উল্ল্যাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা।