চট্টগ্রাম-১১(বন্দর-ইপিজেড,পতেঙ্গা) আসনে দেরীতে হলেও বিএনপির মনোনীত- ঐক্যফ্রন্টের একক প্রার্থী ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষ প্রতীকের সমর্থনে ব্যাপক গনসংযোগ ,মিছিল ও মতবিনিময় সভা করেন ২১ডিসেম্বর শুক্রবার দিনব্যাপি নগরীর ৩৯নং ওয়ার্ড ইপিজেডস্থ দক্ষিণ হালিশহরের সমস্ত এলাকায়।
বিএনপির মনোনীত-ঐক্যফ্রন্টের একক প্রার্থী আমীর খসরু মাহামুদ চৌধুরী এসময় বলেন, মানুষ আজ আর ঘরে বসে থাকবে না। তারা ৩০ডিসেম্বরের অপক্ষোয় বসে রয়েছে দেশের শ্রেষ্ঠ একটি প্রতিক ধানের শীষে তাদের মূল্যবান রায়টি দিতে।
পুলিশ প্রশাসন আর হামলা-মামলা ভীতিতে বিএনপি-যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,মহিলা দল,তাতঁদল,জাসাস এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃকর্মীদের এলাকা ছাড়া করার অপকৌশলও আমাদের দমিয়ে রাখতে পারবে না বলে হুশিয়ারী দেন।তিনি উচ্চ পুলিশ প্রশাসন কে বলেন,গনতান্ত্রিক দেশে ভোটের সময় সবদল কে সমান সুযোগ না দিলে বির্তক সৃষ্টি হবেই। তাই নির্বাচনী কাজে বাধাঁদিয়ে বিএনপি কর্মীদের দমিয়ে রাখবেন না।আর আমরা সর্বদা মুক্তিযুদ্ধের স্বপক্ষেই আছি। কারণ আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধ সৈনিক।
এসময় তিনি ৩৯নং ওয়ার্ড ইপিজেডস্থ দক্ষিণ হালিশহরের আলীশাহ জামে মসজিদ এলাকা,বন্দরটিলা, সিমেন্ট ক্রসিং,নারিকেল তলা, এস.আলম –হক সাহেব রোড,কাজীর গলি শেষপ্রান্ত,আকমল আলী রোড ,হাসপাতাল গেইট,আলীশাহ পাড়া(রেল লাইন)সহ ইপিজেডস্থ ব্যাংক কলোনী এলাকায় গনসংযোগ করেন।
বিএনপি ইপিজেড থানা সভাপতি ওসাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল,নগর সহ-সভাপতি মোঃ মিয়া ভোলা,নগর সদস্য মাহাবুব এলাহি,নুরুজ্জামান কন্ট্রাঃ,নগর যুবদলে মোঃইকবাল হোসেন,সাঃসম্পাদক-রোকন উদ্দিন মাহামুদ,যুগ্ন সম্পাদক জাবেদ আনসারী,সহ-সভাপতি মোজাদ বারেক,সাংগঠনিক সম্পাদক মোঃইমরান,৩৯নংওয়ার্ড সভাপতি মোঃআশ্রাফ উদ্দিন,মুজিবুর রহমান,মোঃ আলমগীর,মন্জু,ইপতেকার উদ্দিন, মোঃরিয়াজ উদ্দিন,মাঈনুদ্দিন,নওশাদ,পারুল ,যুবদলের মোঃশাহাজাহান,হাসান মুরাদ,জিয়া, ছাত্রদলের সোহেল, টিটু, রিায়দ,রাসেল সহ শতশত নেতাকর্মী শন্তিপূর্ণ মিছিল ওগনসংযোগে স্বক্রিয় অংশনেন।মিছিল ওগনসংযোগটি বন্দরটিলা বাজার সামনে গিয়ে শেষ হয়।