বাঁশখালীতে জাতীয় পার্টির সমাবেশে হামলা, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: বাঁশখালীতে জাতীয় পার্টির কর্মী সমাবেশে নেতাকর্মীদের উপর নির্বৃিচারে গুলি চালিয়েছে নৌকা প্রথীকের সর্মথকরা। এসময় নির্বিচারে হামলা চালিয়ে পুরো চাম্বল বাজার এলাকা রণক্ষেত্র পরিণত করেছে উভয় গ্রুপের সমর্থকরা।

আজ শুক্রবার(২১ ডিসেম্বর) বিকালে চাম্বল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। গোলাগুলির ঘটনায় আটকা পড়েছেন এই আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।

গোলাগুলির ঘটনায় অন্তত ১৫ জনের অধিক আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। আহতরা হলেন, মো. কফিল উদ্দিন(৪০), সিরাজ মিয়া(৫৫), রমিজ(৩৫), আব্দুর রহিম(৫৫), আজিজ আহমদ (৫৬), হাসান(২৬), রাসেল(২২), মাহমদ (২৬), মো. দিদারুল আলম(৩৮)। এসময় দুর্বৃত্তরা নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত বেশ কয়েকটি গাড়ী সহ মাহমুদুল ইসলাম চৌধুরীর ব্যক্তিগত গাড়ীতে ব্যাপক ভাঙ্গচুর চালায়।

এ ব্যাপাারে যোগাযোগ করা হলে বাঁশখালী থানার ওসি কামাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে। আমরা ব্যবস্থা নিচ্ছি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো চাম্বলবাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।