নিজেদের তৈরি দুটি ওষুধ ব্যবহার করে প্রাণহানি ঠেকিয়েছে কিউবা

কিউবাতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক হাজার নয়শ ১৬ জন এবং মারা গেছে ৮১ জন। আক্রান্তদের মধ্যে এক হাজার ছয়শ ৩১ জনই সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।

কমিউনিস্ট পরিচালিত কিউবা জানিয়েছে, নিজেদের তৈরি দুটি ওষুধ ব্যবহার করে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের প্রাণহানি ঠেকানো গেছে।

সে দেশের স্বাস্থ্য বিভাগ বলছে, সে দেশে বর্তমানে মাত্র ২০০ করোনা রোগী রয়েছে। তারা বড় ধরনের আক্রান্তের হাত থেকে দেশকে রক্ষা করতে পেরেছে।

সরকারের বিশ্বাস, দেশের তৈরি ওষুধে করোনা মহামারি ঠেকানো যাবে। করোনা রোগীদের দেওয়া দুটি ওষুধ হলো- আইটোলিজুমাব ও পেপটাইড।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-কানেল বলেন, গুরুতর অবস্থায় থাকা অন্তত ৮০ শতাংশ রোগীর প্রাণ নিয়ে সংশয় ছিলো। কিন্তু ওই দুই ওষুধ ব্যবহারের ফলে তাদের জীবন বাঁচানো গেছে।

করোনা রোগীদের চিকিৎসায় ওই দুই ওষুধ আরো বিশদভাবে পরীক্ষার কথা বলছেন বিজ্ঞানিরা।

সূত্র : রয়টার্স