মিরসরাইয়ে বিএনপি নেতা ইমাম উদ্দিনের স্মরণসভা ও দোয়া মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মরহুম ইমাম উদ্দিন এর স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে ইমাম উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

ইমাম উদ্দিন স্মৃতি সংসদের সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামাল উদ্দিনের সঞ্চালনায় তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আলমগীর,মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর ইমাম হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে মাঠে ছিল। মরহুমা খালেদা জিয়ার নির্দেশে গনতন্ত্র রক্ষার আন্দোলনে নিজেকে উজাড় করে দিয়েছে। গনতন্ত্র ফিরে এসেছে কিন্তু ইমাম দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। তাঁর শুন্যতা পূরণ হওয়ার নয়। আমি ইমামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।