‘রক্ত দিয়ে হলেও বাঁশখালীর মানুষের ভোটাধিকার নিশ্চিত করবো’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ধানেরশীষের প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী বলেছেন, রক্ত দিয়ে হলেও বাঁশখালী মানুষের ভোটাধিকার নিশ্চিত করবো। বাঁশখালীর সরলে আমাকে হত্যা করার উদ্দেশ্যে কড়গুলি করা হয়েছে। বাঁশখালীর বর্তমান সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর লোকজন আমার শান্তিপূর্ণ গণসংযোগে নির্বিচারে গুলি চালিয়ে আমাদের অামিসহ আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর জন্য নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলা করা হচ্ছে। এলাকায় ব্যানার-পোস্টার কেড়ে নেওয়া হচ্ছে। ভয়-ভীতি দেখিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে। গণসংযোগকালে নেতাকর্মীদের ওপর প্রতিনিয়ত হামলা হচ্ছে।

বৃহস্পতিবার(২০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করেন।

জাফরুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে বাঁশখালীতে গণসংযোগ করে আসছি। কিন্তু প্রচারণা শুরুর প্রথম থেকে নেতাকর্মীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে।

এমনকি বাঁশখালীর সরল নজিরা মার্কেট, বাদালিয়া ও খালাছিয়া দোকান এলাকায় লাগানো ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলছে সরকার দলীয় নেতাকর্মীরা।

তিনি বলেন, সর্বশেষ বুধবার (১৯ ডিসেম্বর) সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে ৪০ থেকে ৫০ জনের একটি গ্রুপ এলোপাতাড়ি হামলা করে। এসময় আমিসহ ৮ থেকে ১০ জন আহত হন।

‘এ ঘটনায় জেলার রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে জানানোর পরও তারা নিরব দর্শকের ভূমিকা পালন করেন। উল্টো আমাদের নেতাকর্মীদের ওপর মামলা দেওয়া হচ্ছে’ যোগ করেন জাফরুল ইসলাম।

তিনি বলেন, এরপরও নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের ৩০ তারিখ পর্যন্ত ধৈর্য ধরতে বলেছি। দেহের শেষ রক্ত দিয়ে হলেও বাঁশখালী মানুষের ভোটাধিকার নিশ্চিত করবো।