সাংবাদিককে আহত করা বেপরোয়া গতির মাইক্রোবাস চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় মারাত্মক আহত হয়েছেন চট্টগ্রাম প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক মুহাম্মদ আজাদ। এতে তার ডান হাতের হাড় ভেঙ্গে যায়। ক্ষতিগ্রস্থ হয় তার ব্যবহৃত মোটরসাইকেলও। প্রাথমিক তদন্তে মাইক্রোবাসটি চট্টগ্রাম ইপিজেডের প্রতিষ্ঠান সি টেক্স লিমিটেডের বলে জানা গেছে বিআরটিএ সূত্রে। এশিয়ান অ্যাপারেলসের এই অঙ্গ প্রতিষ্ঠানটির মালিক বিজিএমইএ নেতা আবদুস সালাম।

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকার কাস্টমস মোড়ে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সাংবাদিক মুহাম্মদ আজাদ বলেন, ‘দুপুরে নগরীর কাস্টম মোড়ে একটা সাদা রঙের মাইক্রোবাস (চট্ট মেট্রো-চ-৫১-২৪৩৯) বেপরোয়া গতিতে পিছন থেকে এসে আমার মোটরসাইকেলে ধাক্কা দেয়। আমি রাস্তায় ছিটকে পড়ি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমি জানতে পারি আমার হাত ভেঙ্গে যায়।’

তিনি আরও বলেন, ‘মাইক্রোবাসটি যিনি চালাচ্ছিলেন তিনি আমার সাথে নির্দয় আচরণ করেন। আমি নগরীর পার্কভিউ হসপিটালে চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করেছি।’

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ‘সাংবাদিক মুহাম্মদ আজাদকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া মাইক্রোবাস চালককে শনাক্ত করতে আমরা কাজ করছি। আশা করি দ্রুত তাকে আইনের আওতায় আনা যাবে।’