রাউজানের রশিদর পাড়ায় মাইজভান্ডারী মাহফিল অনুষ্ঠিত

শফিউল আলম, রাউজান: রাউজানের রশিদর পাড়ায় মাইজভান্ডারী মাহফিল অনুষ্ঠিত।

২১ জানুয়ারী (বুধবার) বাদে মাগরিব মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন–এর পরিবারবর্গের ব্যবস্থাপনায় বিশ্বসমাদৃত তরিকায়ে মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক আওলাদে রাসূল (দঃ), ইমামুল আউলিয়া, গাউসুল আজম মাওলানা শাহ সুফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)এর দ্বিশততম জন্মবার্ষিকী ও ১২০তম মহান ১০ মাঘ (২৪ জানুয়ারি) বার্ষিক ওরশ শরীফ এবং মরহুম মুহাম্মদ আবদুস সালাম–এর ফাতেহা শরীফ উপলক্ষে তাওয়াল্লাদে গাউছিয়া, মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী মাহফিলে প্রধান আলোচক:আল্লামা সাইফুল ইসলাম নিজামী।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান মুন্সির ঘাটা শাখার উপদেষ্টা মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ নূরুল আলম চৌধুরী,মুহাম্মদ মনতাজ উদ্দীন দৌলত,মুহাম্মদ শাহ নেওয়াজ,মুহাম্মদ খান জাহান আলী মুহাম্মদ শাহেদ মিয়া,মুহাম্মদ আনোয়ার হোসেন,আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের, আবু তৈয়ব, শফিউল আলম,শহিদুল আলম, মিরাজ উদ্দীন রাকিব প্রমুখ।

শেষে মিলাদ কেয়াম ও বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।