জাতীয় শিক্ষা সপ্তাহ: জারি গানে চট্টগ্রাম বিভাগীয় পর্যায় প্রথম কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ , উপলক্ষে জারি গান ‘ক’ বিভাগে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের নাজিফা জাহান ও তার দল। এই দলের অন্যান্য সদস্যরা হলেন, আদৃতা দে, আদৃতা দাশ,আরধ্য ত্রিপুরা, অদ্বিতীয়া মারমা, জ, উইন।
জারি গান ‘খ’ বিভাগে নিং নিং ফ্রু চৌধুরী ও তার দল, ‘গ’ বিভাগে স্বর্নালী বড়ুয়া ও তার দল বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। বাংলা রচনা বিষয়ে একই প্রতিষ্ঠানের ৮ম শ্রেণীর শিক্ষার্থী অভিজ্ঞ চাকমা ‘ক’ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার প্রতিযোগীরা অংশ নেয়।

এবিষয়ে নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক তামান্না ইসলাম জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহের বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওইদিন সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
এদিকে, বিভাগীয় পর্যায়ে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের এই সাফল্যে তাদেরকে অভিনন্দন জানান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।