চট্টগ্রাম প্রতিনিধি: সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে নগরের শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক আবদুল করিম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি জনাব আবুল কালাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম (খোকন)। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জনাব ইউসুফ সওদাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।












