‘মুরাদ স্যার মরলো কেন, ডা. জিল্লুর ও তাপস মিত্রের কাছে জবাব চাই’

ভুল চিকিৎসার শিকার সহকারী প্রধান শিক্ষক সৈয়দ ফজলুল রহমান মুরাদের মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকদের গ্রেফতার এবং ভুল চিকিৎসার জন্য দায়ী চিকিৎসকদের চাকরি থেকে অপসারণ, বিএমডিসি সনদ বাতিল, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাতকানিয়া মডেল হাইস্কুলের সাবেক ছাত্ররা।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা এ দাবি জানান। মানববন্ধনে বিদ্যালয়ের কয়েকশ’ ছাত্র ব্যানার ফেস্টুন নিয়ে এবং হাতে কালো ব্যাজ পরে অংশ নেন।

এক ছাত্রের ফেস্টুনে লেখা ছিল ‘আমাদের শিক্ষক কবরে কেন, ডা. জিল্লুর ও তাপস মিত্রের কাছে জবাব চাই’। আরেকটি ফেস্টুনে কচি হাতে লেখা ‘মুরাদ স্যার মরলো কেন, বিচার চাই-বিচার চাই’।

বক্তব্য দেন সাতকানিয়া মডেল হাইস্কুলের সাবেক ছাত্র লায়ন ওসমান গনি চৌধুরী, অ্যাডভোকেট আমান উল্লাহ, আরিফুল হক, আবু বকর বিন হাসেম, মো. জায়েদ প্রমুখ।

তারা বলেন, শিক্ষক মুরাদের যক্ষ্মা হলেও ভুল রিপোর্ট ও ভুল চিকিৎসার কারণে ক্যান্সারের চিকিৎসা দেওয়ায় তিনি অকালে মৃত্যুবরণ করেন। তাকে ভারতে নিয়েও বাঁচানো যায়নি। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

একইসঙ্গে দায়ী রোগ নিরূপণ কেন্দ্রের লাইসেন্স বাতিলের দাবিও জানান তারা।