সাতকানিয়ায় ফুল হাতে বাড়ী ফিরলেন ৬ করোনাজয়ী

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় করোনাকে জয় করে বাড়ি ফিরলেন দুই পুলিশ ও ৪ স্বাস্থ্যকর্মীসহ ৬ জন। ২০ মে (বুধবার) দুপুরে সেই ৬ করোনাজয়ীকে ফুল দিয়ে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড থেকে আনুষ্ঠানিক বিদায় দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : আব্দুল মজিদ ওসমানী । এসময় সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর উপস্থিত ছিলেন। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মজিদ ওসমানী জানান, উপজেলায় ১০ স্বাস্থ্যকর্মী ও দুই পুলিশসহ করোনা আক্রান্ত হন ৩২ জন। এদের মধ্যে এক ব্যক্তি মারা যাওয়ার পর করোনা পজেটিভ রিপোর্ট আসে। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে একই পরিবারের ৭ জনসহ ১৬ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। গত মঙ্গলবার রাতে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে ৭ জনের রিপোর্ট পুনরায় নেগেটিভ পাওয়া গেলে ৬ জনকে বুধবার দুপুরে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দিয়ে ছেড়ে দেয়া হয়। তারা হলেন, স্বাস্থ্যকর্মী সৈকত ধর বড়ুয়া (৩৪), সাইফুল ইসলাম (৩৮), হাবিবুল্লাহ (৩৫), নিমু বড়য়া (৩০), ট্রাফিক পুলিশ সদস্য বোরহান উদ্দিন (৫৫) ও জেলা পুলিশ সদস্য সালাউদ্দিন (২৪)। নাসির উদ্দিন নামের এক সংবাদকর্মীর নেগেটিভ রিপোর্ট পাওয়া গেলেও তাকে ছাড়া হয়নি। পরবর্তীতে পুনরায় তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়া গেলে তাকে ছাড়পত্র দেয়া হবে। করোনাজয়ীদের ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।