কুতুবদিয়ায় টাকার লোভে অপহরণ, দুই ঘন্টা পর উদ্ধার

লিটন কুতুবী
কুতুবদিয়া দ্বীপের ধুরুং বাজারের মুদির দোকান ও কসমেটিকস দোকানের চালান নিয়ে মঙ্গলবার (১৯ মে ) ভোর ৫টায় যাত্রীবাহি ট্রলারে টাকা দিতে গিয়ে দূর্বৃত্তরা হামিদ উল্লাহ নামের এক যুবককে অপহরণ করে নিয়ে যায়। তার নিকট দোকান চালানী প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় লেমশীখালীর ইদাগাজি পাড়ার বেড়িবাঁধের বাইরে কাঁদায় পুতে রাখে। তার চিৎকার শুনে ফিশিং ট্রলারের লোকজন তাকে কাঁদা থেকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে।
আহত হামিদ উল্লাহ জানান, সে মঙ্গলবার ভোর ৫টায় ধুরুং বাজার থেকে কয়েকটি দোকানের চালানী টাকা নিয়ে বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহি সার্ভিস নৌকায় তার বড়ভাই মোঃ কাইছারে নিকট চালানী টাকা দিতে যাচ্ছিল। তার নিকট চালানী প্রায় দুই লাখ টাকা ছিল। দূর্বৃত্তরা তার নিকট টাকা থাকার খবর পেয়ে লেমশীখালী ইউনিয়নের ইদাগাজি পাড়ার পেয়ারাকাটা এলাকায় বেড়িবাঁধের উপর গেলে তাকে আবু বক্করের ছেলে ইয়াবা সেবনকারী রিপন অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে আরো কয়েক জন মুখোশধারী দূর্বৃত্ত তাকে তুলে নিয়ে সাগর পাড়ের কাঁদায় পুতে ফেলে। তার নিকট চালানী দুই লাখ টাকা নিয়ে যায়। রমজানের চেহেরী খেয়ে ঐ এলাকার লোকজন ঘুমিয়ে পড়ে। রোড়ঘাট ফাঁকা পেয়ে এ ব্যাপারে আহত হামিদ উল্লাহর পিতা মনির মাঝি থানায় লিখিত এজাহার দিয়েছে বলে নিশ্চিত করেন।