শফিউল আলম, রাউজান ঃ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর হিংগলা ২নং শাখার উদ্যোগে ইমামুল আউলিয়া হযরত গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারীর ১২০তম পবিত্র ওরশ শরীফ ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে ৮ম তম আজিমুশ্শান মাইজভান্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) ডাবুয়ার উত্তর হিংগলা বটতল সিএনজি স্টেশন সংলগ্ন মাঠ প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ তৌহিদুল আলম। প্রধান মেহমান ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী।

মিনহাজুর আবেদীনের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, আল্লামা ওমর ফারুক নঈমী, আল্লামা তরিকুল ইসলাম মাইজভান্ডারী।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মাওলানা হাবিবুল হোসাইন, অধ্যাপক আবু তাহের,শফিউল আজম নিজামী, সমাজসেবক মো. আজিজুল হক। উপস্থিত ছিলেন রাউজান উপজেলার সমন্বয়ক আবু তৈয়ব মাষ্টার,সাদিকুজ্জামান শফি,মামুন মিয়া, মাওলানা মহিম উদ্দিন, সংগঠনের সভাপতি আবু আহমদ, সাধারণ সম্পাদক মো. মানিক, সহ-সভাপতি মো. পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. আরফাত, অর্থ সম্পাদক মো. করিম, মো. সাজ্জাদ, মো. হাসান, মো. শাকিল খান, মো. ইমন, মো. সামির, মো. কায়সার। শেষ পর্যায়ে জিকিরে সেমা পরিবেশন করেন মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর সদস্য মো. সাজ্জাদ হোসেন আরমান। পরে মিলাদ কিয়াম, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে ৮ম তম আজিমুশ্শান মাইজভান্ডারী সম্মেলনের সফল সমাপ্তি হয়।











