লোহাগাড়া প্রতিনিধি :
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে আব্দুর রহিম নামের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার এক প্রবাসী চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১২ টার দিকে সৌদির জেদ্দাস্থ বিন-লাদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে বলে জানা গেছে। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী বারেক চৌধুরী পাড়ার মরহুম আমির হোসেনের বড় পুত্র। তিনি তিন সন্তানের জনক। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আজিমুল হক।
আজিমুল হক জানান, ডা. আবদুর রহিম সৌদি আরবের জেদ্দা বিন- লাদিন হাসপাতালের নিয়মিত চিকিৎসক ছিলেন। সেখানে তিনি করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হন। গত কয়েকদিন ধরে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত সাড়ে ১২ টার দিকে মারা যান।
এদিকে, তাঁর মৃত্যেুর খবর গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।