লোহাগাড়ায় ৫ হাজার ইয়াবাসহ তিন পাচারকারী আটক

লোহাগাড়া প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক পাচারকারী আটক করেছে থানা পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহৃত পিক-আপ গাড়ীটি জব্দ করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আটকরা হল- পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নিকলী এলাকার জাকির হোসেনের পুত্র আবদুস শুক্কুর(২৫), ব্রাম্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা এলাকার মৃত নুরু মিয়ার পুত্র সোহরাব হোসেন (৩৫) ও কুমিল্লা জেলার বরুরা উপজেলার পেড্ডা এলাকার মৃত আবুল কাসেম মেস্ত্রীর পুত্র শাকিল (২০)।

লোহাগাড়া থানা পুলিশ জানাান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৭ মে) রাতে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী পিকআপ-গাড়িটিকে থামিয়ে তল্লাশী চালালে ৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।