চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে আটক ২৮

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত রাত ১২টা থেকে শুক্রবার (১১ এপ্রিল) দিনগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

সিএমপি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, অপরাধের সহযোগী ও অবৈধ অস্ত্রধারী রয়েছেন। তাদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে।

গ্রেফতাররা হলেন, ইপিজেড থানার আসামি মেঘনাথ প্রদীপ (৪২), বন্দর থানার আসামি বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত আলম (৩৫), চান্দগাঁও থানার আসামি মো. সরোয়ার জাবেদ (৩৮), যীশু শীল (৩৯), মো. আরিফ উদ্দিন (৩৪), কোতোয়ালী থানার আসামি মো. সোহাগ (২৮), সদরঘাট থানার আসামি মো. মামুন (৩১), কর্ণফুলী থানার আসামি উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. সাইফুদ্দিন (৪২), ডবলমুরিং মডেল থানার আসামি মো. আব্দুল হান্নান (৩২), মো. ইব্রাহীম (২৮), মো. মোজাহের উদ্দিন (৫২), আকবরশাহ থানার আসামি ওয়াসী উদ্দিন মানিক (৩৮), অমিত নাথ (২৪), নিময় দেবনাথ (২৩), মো. আলী আকবর (২৩), পাঁচলাইশ মডেল থানার আসামি মো. মেহেদী হাসান (২৭), মো. ইমন (১৯), চকবাজার থানার আসামি মো. মাসুদুজ্জামান মাসুদ (৫২), সংঘাতে জড়িত শিশু (১৬), হালিশহর থানার আসামি মো. ইলিয়াছ খাঁন (৪৮), বাকলিয়া থানার আসামি রবিউল হাসান রাব্বি (২৮), হৃদয় (১৯), এস এম দিদারুল আলম ওরফে দিদার আশরাফী (৫৬), আব্দুল নুর (৬৭), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. আবুল কাশেম (২৯), মো. জুয়েল (২৯), মো. ইসরাফিল (২৮) এবং পতেঙ্গা মডেল থানার আসামি মো. ফারুক (৪০)।