চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দেশের মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক অধিকার আদায়ে দীর্ঘ ১৬ বছর আওয়ামী শোষণ-নিপীড়ন এবং অন্যায়-অবিচার ও অপশাসনের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামে আমাদের নেতাকর্মীদের অনেক দুর্বিষহ দিন অতিবাহিত করতে হয়েছে। আওয়ামী স্বৈরাচারী সরকারের পতনের পর আমরা যখন একটি চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হচ্ছি কিছু ষড়যন্ত্রকারী মহল ঠিক একইভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করার অপচেষ্টায় লিপ্ত। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এইসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবেনা। মনে রাখতে হবে, আমাদের রাজনীতি দেশের জন্য, মানুষের জন্য। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ জিয়ার রাজনীতি। এই আদর্শকে ধারণ করে আমাদেরকে সম্মিলিতভাবে আগামীর পথ চলতে হবে।
১২ এপ্রিল (শনিবার) বিকেলে মধ্যম মোহরা মাকসুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ০৫নং মোহরা ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে আয়োজিত “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন. আওয়ামী সরকার আমলে মানুষের অধিকার হরণ করা হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এবং ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্রব্যবস্থাকে ব্যবহার করা হয়েছিল। দীর্ঘ ১৬বছর ক্ষমতাকে আকঁড়ে ধরলেও তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। আজ আমরা এক নতুন যাত্রায় আছি। এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের সুরক্ষার যাত্রা। এ জন্য আমাদের সচেতন ও সংগঠিত হয়ে একটি আদর্শিক জনকল্যাণমুখী ও উন্নত বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সাবেক য্গ্মু সম্পাদক আনোয়ার হোসেন লিপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব উদ্দিন ভুইয়া, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন, থানা বিএনপি নেতা সালামত আলী, মানিক চৌধুরী। বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল আলম লিটন, মনছুর আলম, শহীদুল ইসলাম বাদশাহ, নুরুল আমিন, আরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, মো. ইব্রাহিম, মো. জসিম, আকতার হোসেন, নওশাদ আল জাসেদুর রহমান, ফরহাদ, মো. বাবর, মো. সাবের, আজিজ, হাকিম, সেলিম, শফি, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম বাবলু, মনছুর আলম, ছোটন, ইমন, কামাল হোসেন খোকন, নাজিম উদ্দিন, রিয়াজ, রবি, জুয়েল, রুবেল, বালি, মোরশেদ, সাইফুদ্দিন মানিক, আজিজ প্রমুখ।