রাউজানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

চট্টগ্রামের রাউজানে মো. রনি নামের ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) রাউজানের পাহাড়তলী ইউনিয়নের খান পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রনি ওই গ্রামের বখতেয়ারের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ২০২২ সালের এক মাদক মামলায় আদালত গ্রেফতার রনিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। আদালয়ের রায় ঘোষণার আগে থেকে রনি পলাতক ছিলেন।

শনিবার (১২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে সাজা পরোয়ানামূলে তাকে আদালতে পাঠানো হয়েছে।