কক্সবাজারে (১৩ এপ্রিল) বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

কক্সবাজারে রোববার (১৩ এপ্রিল) তাপমাত্রা ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বলে তথ্য জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস।

কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান জানান, ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ বছরের সর্বোচ্চ।

রোববার(১৩ এপ্রিল) বেলা ৩ টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করে ঢাকা অফিসে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার (১২ এপ্রিল) কক্সবাজারের তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

৩৬.৮ ডিগ্রিকে তাপদাহ কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই তাপমাত্রা যদি টানা কয়েকদিন থাকে তবে তা তাপদাহ। এটা থাকবে নাকি কমবে তা বিশ্লেষণ করে ঢাকা অফিস তথ্য জানাবেন। তার জন্য কিছু সময় লাগবে।’