ডিইএব চট্টগ্রাম জেলার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) চট্টগ্রাম জেলার পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ঞ্জাপন করে নগরীর দুই নং গেইটস্হ বিপ্লব উদ্যানের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে ডিইএব চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ টিটু’র সভাপতিত্বে ও ডিইএব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম আহাছানুজ্জামান (আহছান) সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম বিভাগের সাবেক সভাপতি প্রকৌশলী জানে আলম সেলিম।

এই সময় আরো উপস্থিত ছিলেন ডিইএব চট্টগ্রাম জেলার সহ-সভাপতি প্রকৌশলী শওকত আলী জুয়েল, সহ-সভাপতি প্রকৌশলী আফতাব উদ্দিন, যুগ্ম সম্পাদক প্রকৌশলী সুব্রত সেন, প্রকৌশলী মো: ইব্রাহিম, প্রকৌশলী মাসুদ পারভেজ, প্রকৌশলী আরিফ, প্রকৌশলী অঞ্জন ঘোষ, ডিইএব বিউবো চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৌশলী সোরহাব হোসেন, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ সাজিদ, বিউবো শাখার সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, সহ-সম্পাদক প্রকৌশলী মোঃ মামুন হোসেন, প্রকৌশলী মোঃ আরাফাত হোসেন, প্রকৌশলী মোঃ আরাফাত হোসেন আকন্দ, প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক, প্রকৌশলী মোঃ অলিউল ইসলাম, প্রকৌশলী মোঃ ইমাম জাকারিয়া, সদস্য প্রকৌশলী মোঃ মাজহারুল মামুন সহ ডিইএব চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর অনেক প্রকৌশলী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।