যুক্তরাষ্ট্রের এক নারীর জিব এত লম্বা যে, তা দেখে অনেকে ভয়ে চিৎকার করে ওঠেন। তিনি বিশ্বের দীর্ঘতম জিবের মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছেন। এই নারীর নাম চ্যানেল ট্যাপার।
তাঁর জিবের দৈর্ঘ্য ৩ দশমিক ৮ ইঞ্চি বা ৯ দশমিক ৭৫ সেন্টিমিটার। অতিকায় এই জিব দিয়ে তিনি প্লাস্টিকের কাপ উল্টে দিতে পারেন, নিজের নাকের চূড়া স্পর্শ করতে পারেন, থুতনি ছুঁতে পারেন ও বাসনপত্র থেকে চামচ ওঠাতে পারেন।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জন্ম নেওয়া ট্যাপারের জিব দেখে অনেকে ভয় পান। তাঁর জিব মধ্যম আকারের বৈদ্যুতিক বাল্ব বা ক্রেডিট কার্ডের চেয়েও লম্বা।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী ট্যাপার বলেছেন, ‘সত্যি করে বলতে গেলে, এখন পর্যন্ত যত প্রতিক্রিয়া পেয়েছি, সেগুলোর মধ্যে সবচেয়ে সেরা হলো, আমার জিব দেখে ভয় ও আতঙ্কে কেউ কেউ অনেক সময় চিৎকার করে উঠেছেন। এতে আমি বেশ মজা পেয়েছি। এই ধরনের প্রতিক্রিয়া বেশ নাটকীয়।’
ট্যাপার একবার বলেছিলেন, ‘১১ বছর বয়স থেকে আমি জিব দিয়ে নানা রকমের কসরত করে আসছি। শুরুতে বন্ধুবান্ধবের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল।’ কয়েক বছর পর তাঁর জিবের এসব কর্মকাণ্ড ইউটিউবে ভাইরাল হয়। তাঁর জিবের প্রসারণ দেখে মানুষ মুগ্ধ হন।
২০১০ সালে লস অ্যাঞ্জেলেসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ট্যাপারকে আমন্ত্রণ জানায়। সেখানে আনুষ্ঠানিকভাবে তাঁর জিবের পরিমাপ করা হয়। সেই অনুষ্ঠানে তাঁর আরও দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের জিবের গড় দৈর্ঘ্য ছিল ১ দশমিক ৯ সেন্টিমিটার। আর পুরুষদের জিবের গড় দৈর্ঘ্য ছিল ১ দশমিক ২ সেন্টিমিটার।
বিশ্বের দীর্ঘতম জিবের অধিকারী হওয়ার সুবাদে নানা জায়গা থেকে আমন্ত্রণ পাচ্ছেন ট্যাপার। এমন একটি সফরে তিনি বিশ্বের ‘ফ্যাশন রাজধানী’খ্যাত ইতালির মিলান শহরেও গেছেন। সেখানে তিনি নিজের জিবকে নীল ও সবুজ রঙে রাঙিয়ে ছবি তুলেছেন। ছবিগুলো ইতালির বিখ্যাত ব্র্যান্ড ডিজেলের একটি প্রচারণার জন্য তোলা হয়েছে।