জিরিতে সর্বজনীন শ্রীমদ্ভগবদ্গীতায় তুলসীদান, মহতী সনাতন মানব ধর্মসম্মেলন ও গুণীজন সংবর্ধনা

সনাতন সম্প্রীতি মিশন-বাংলাদেশ, পটিয়া উপজেলা, জিরি ইউনিয়ন শাখার উদ্যোগে ১০৮ শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের শ্রীচরণাশ্রিত যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি ও জিরি গ্রামে আগমনের ৪র্থ বর্ষ উপলক্ষে সর্বজনীন শ্রীমদ্ভগবদ্ গীতায় তুলসীদান, মহতী সনাতন মানব ধর্মসম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২৫খ্রি: পটিয়া থানার অর্ন্তগত জিরি গ্রামের প্রণব মঠ (প্রকাশ ধ্যান মন্দির) এ অনুষ্ঠিত হয়।

সমগ্র অনুষ্ঠানের পৌরহিত্য ও আর্শীবাদ প্রদান করেন ঋষি তীর্থ শ্রীগুরুধামের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ যোগাচার্য্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ। সারাদিন ব্যাপী অনুষ্ঠান মালায় ছিল গুরুপূজা, চন্ডীপাঠ, বৈদিক ধ্বজা উত্তোলন, শ্রীমদ্ভগবদ্গীতায় তুলসীদান, মহতী সনাতন মানব ধর্ম সম্মেলন, গুণীজন সংবর্ধনা, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও অন্নপ্রসাদ বিতরণ। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠে অংশ নেন বিশিষ্ঠ চন্ডী ও গীতাপাঠক শ্রী নিউটন দেব নাথ, শিবু রঞ্জন নাথ ও ঋষি তীর্থ শ্রীগুরুধাম (অনাথ আশ্রম) বাজালিয়া এর অনাথ বিদ্যার্থীবৃন্দ।

সমাজের বিভিন্ন স্তরে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ ধর্মতত্ত্বে- অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, সমাজ সেবায়-শ্রী অরুণ কান্তি নাথ (মহাজন), শ্রী বিদ্যুৎ চন্দ্র নাথ, শ্রী অনিল চন্দ্র নাথ (সওদাগর), শ্রী সুনীল কান্তি নাথ, শিক্ষায়-শ্রীমতি স্বর্ণলতা দেবী, শ্রী মন্টু বিকাশ নাথ, শ্রী বাবুল কান্তি নাথ, শ্রী জীবন কৃষ্ণ নাথ, গুরুভক্তিতে-ব্রহ্মচারী সেবকপ্রিয় মহারাজ, গুরুভক্তিতে-শ্রী রাজেশ ঘোষ (মুন্না), সাদা মনের মানুষে- শ্রী সুকুমার নাথ, সাংগঠনিক দক্ষতায়- শ্রী আশুতোষ চক্রবর্তী, শ্রী সন্তোষ মহাজন, শ্রী গোপাল দাশ, শ্রী আকাশ দেব নাথ, গীতা ও চন্ডী প্রচারে-শ্রী নিউটন দেব নাথ মহোদয় দের সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রণব কুমার নাথের সঞ্চালনায় সজল নাথের সভাপতিত্বে ধর্ম সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর শ্রী তপন কান্তি নাথ, সুজিত নাথ (ব্রাহ্মণ), পিপলু নাথ, দয়াল দে, রতন নাথ, প্রণব নাথ, রুপন কান্তি নাথ, স্বপন নাথ, টিটন নাথ, দিপক কুমার নাথ ও গুরুভ্রাতা প্রমুখ। বক্তরা ধর্মীয় বিভিন্ন আলোচনা সমূহ তাদের আলোচনায় তুলে ধরেন। অনুষ্ঠানের শৃঙ্খলাবর্ধন স্বরুপ অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য জিরি জগন্নাথ গীতা সংঘ,জিরি যুব কল্যাণ সংসদ, জিরি যুব একতা সংঘ, উত্তর জিরি জীবানন্দ গীতা সংঘ সহ জিরি গ্রামের সকল ধর্মীয় ও সামাজিক সংগঠনকে ধন্যবাদ প্রদান করে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।