‘দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে চবি শিক্ষার্থীদের সংহতি

বিশ্বব্যাপী হরতাল পালনের ডাক দিয়েছে গাজাবাসী। সেখানে গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। এ আহ্বানে একাত্মতা প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে এ মর্মে বিবৃতি জানাচ্ছেন তারা।

ইসরায়েলি বর্বরতা থেকে গাজাবাসীকে রক্ষা করতে সারা বাংলাদেশের মানুষকে হরতালে কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন চবির সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘নবজাতক, শিশু, কিশোর, বৃদ্ধ নির্বিচারে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। আহতদের চিকিৎসা দিতে এগিয়ে আসা স্বাস্থ্যকর্মীরাও হত্যার শিকার হচ্ছেন। মানবতার নামে গঠিত আন্তর্জাতিক সংস্থাগুলোর সামনের বারবার মানবাধিকারের ভূলুণ্ঠিত হওয়া আমাদের ক্ষুব্ধ করে।’

লোকপ্রশাসন বিভাগের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘নিরীহ প্রাণকে ইসরায়েলি বাহিনী ও তাদের মিত্রদের দ্বারা যখন লাগাতার বোমাবর্ষণ, জোরপূর্বক অনাহার ও নিশ্চিহ্ন করার মাধ্যমে হত্যা করা হচ্ছে তখন আমরা চুপ করে বসে থাকতে পারি না। বিশ্ব আর চোখ বন্ধ করে থাকতে পারে না।’

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘একটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে বোমাবর্ষণ, অনাহারে রাখা ও নিশ্চিহ্ন করার সময় আমরা নীরব থাকতে পারি না। এটি শুধু একটি রাজনৈতিক অবস্থান নয় — এটি একটি নৈতিক দায়িত্ব।’

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ থেকেও ‘দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির পক্ষে বিবৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকেও এ মর্মে বিবৃতি জানানো হয়েছে।